Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশই ফেভারিটঃ ডমিঙ্গো


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:২০ এএম
বাংলাদেশই ফেভারিটঃ ডমিঙ্গো

ঢাকাঃ প্রথম ওয়ানডেতে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। তাই দেশের মাটিতে বাংলাদেশকেই ফেভারিটের তকমা দিলেন কোচ রাসেল ডমিঙ্গো।

তিন ফরম্যাটের মধ্যে টাইগাররা ওয়ানডেতে এমনিতেই শক্তিশালী। ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে একটি মাত্র ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটাও ২০১৬ সালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, 'আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে। ফল তো সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি, ভাবনা ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারি।'

তিনি আরো বলেন, 'আমি মনে করি দুই দলই সমান সামর্থ্যের দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেভারিট হিসেবেই শুরু করব।'

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে