ঢাকাঃ শ্রীলঙ্কার নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক আবারও লঙ্কানদের জার্সি গায়ে ফিরছেন। এ বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আগামী বছর অষ্টম আসর বসবে অস্ট্রেলিয়ায়। মহামারী বা এমন কোনো কারণে ভেন্যু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আসর দুটি পেছানোর সম্ভাবনা নেই। আর তাই শ্রীলঙ্কা আবারও মালিঙ্গাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছে।
ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি থেকে এখনও অবসর নেননি লাসিথ মালিঙ্গা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেও আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছেন, কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি এখনও ‘বর্তমান খেলোয়াড়’। যদিও গত বছরের মার্চের ওর কোনো ম্যাচ খেলা হয়নি তার।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক প্রমোদ্যা উইকরামাসিংহে বলেন, ‘আমরা শীঘ্রই মালিঙ্গার সাথে কথা বলব। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ও ভালোমতোই রয়েছে। এছাড়াও আমরা ২০২৩ বিশ্বকাপের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সারছি। সেখানে দু-ধরনের বিষয় নিয়ে আমরা টিম কম্বিনেশন ঠিক করব। এক, বয়স এবং দুই, ফিটনেস।’
এবিষয়ে মালিঙ্গা জানিয়েছেন, শীঘ্রই নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তারও যে টি-টোয়েন্টি খেলার আগ্রহ এখনও মরে যায়নি, তাও স্পষ্ট করলেন এই কিংবদন্তি।