Dr. Neem on Daraz
Victory Day

আইপিএলের মাঠে স্থগিত কলকাতা-ব্যাঙ্গালোর ম্যাচ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২১, ০৩:০৯ পিএম
আইপিএলের মাঠে স্থগিত কলকাতা-ব্যাঙ্গালোর ম্যাচ

ঢাকাঃ গত তিন সপ্তাহ ধরে ভারতে চলছে আইপিএল। টুর্নামেন্টের গভীরতা বৃদ্ধির সাথে সাথে ভারতে করোনার প্রকোপও বৃদ্ধি পেয়েছে। আইপিএল শুরুর আগে বেশ কয়েকজন দেশি ও বিদেশি ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তারা সুস্থ হয়ে ওঠেন। এবার টুর্নামেন্ট চলাকালীনই জৈব সুরক্ষা বলয়ে থাকা দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তাদের ম্যাচটিও স্থগিত করা হলো।

অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যাঘাত ঘটালো করোনাভাইরাস। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। কলকাতার স্কোয়াডে দুই জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় সতর্কতাবশত ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে।

আক্রান্ত দুইজন ক্রিকেটার হলেন, বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়র। তারা দুইজনেই জৈব সুরক্ষা বলয়ে ছিলেন আইপিএল শুরুর থেকেই কিন্তু সম্প্রতি হালকা চোট স্ক্যান করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন বরুণ। তারপরেই তার করোনা পজিটিভ আসে।

চলতি আইপিএলের ৩০তম হতে যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচটি। কিন্তু সেটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও ম্যাচটি স্থগিত করার কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে কলকাতার স্কোয়াডের একজন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় এই ম্যাচ পিছিয়ে দেওয়ার কারণ। এই আসরে এটি কলকাতা ও ব্যাঙ্গালোরের মধ্যকার দ্বিতীয় লড়াই ছিল। প্রথম ম্যাচে কলকাতা হেরেছিল। সেই ম্যাচটিতে বল হাতে দলকে কিছুই দিতে পারেননি সাকিব। পরের ম্যাচেই একাদশ থেকে তিনি বাদ পড়েন। তারপরে এখনো আর একাদশে সুযোগ পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে