ঢাকাঃ সম্প্রতি কয়েকজন ফুটবলারের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের জেরে ইংলিশ ফুটবল আঙিনায় সামাজিক যোগাযোগমাধ্যম বয়কটের ডাক আসে। এরই ধারাবাহিকতায় তাদের সাথে যোগ দিয়েছে ক্রিকেট। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীও এক বিতর্কিত লেখিকার দ্বারা বর্ণবাদের শিকার হন টুইটারে। সেবারও শক্ত অবস্থান নিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গন।
ইংল্যান্ড ক্রিকেটের নিয়ন্ত্রক ইসিবির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পেজগুলো একটি নির্দিষ্ট সময় নিষ্ক্রিয় থাকবে। খেলোয়াড়দের কটূক্তির প্রতিবাদ হিসেবে এই কার্যক্রম ইসিবির।
সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ঘৃণার প্রতিবাদ জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যোগাযোগমাধ্যমগুলোতে নিষ্ক্রিয় থাকবে ৩০ এপ্রিল স্থানীয় সময় দুপুর তিনটা থেকে ৩ মে মধ্যরাত পর্যন্ত। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অফিসিয়াল অ্যাকাউন্ট ও পেজে কালো প্রোফাইল পিকচার ও কভার ফটো প্রদর্শিত হচ্ছে।
শুধু ক্রিকেটই নয়, ফুটবলের এই ডাকে শামিল হয়েছে রাগবিও। ক্রিকেট, রাগবির মত ফুটবলের বিভিন্ন কমিউনিটি আগেই জানিয়েছে, তাদের সব ধরনের অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে নির্দিষ্ট এই সময়ে। বিটি স্পোর্টস, টক স্পোর্টস, এডিডাসের মত প্রতিষ্ঠানও জানিয়েছে সহমত। এছাড়া ক্রীড়ামোদী অনেক সমর্থকদের কেউ কেউও এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার ঘোষণা দিয়েছেন, আর বড় অংশই সমর্থন জানাচ্ছেন অভিনব এই প্রতিবাদকে।
আগামীনিউজ/জনী