Dr. Neem on Daraz
Victory Day
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ১২:১৩ পিএম
ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরই মধ্যে হয়ে গেছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন। তার বদলে মাঠে নামছেন শরিফুল ইসলাম। এর মধ্যে দিয়ে সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে এই পেসারের। 

অভিষেকের সংবাদ আছে লঙ্কান দলেও। বাঁহাতি স্পিনার পারভীন জায়াইক্রামা দলের হয়ে আজ প্রথম মাঠে নামছেন।

এর আগে ক্যান্ডির পাল্লেকেলেতেই সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২১.৪ ওভারে বিনা উইকেটে ৫৪ রান।ব্যাটিং করছে দিমুথ করুনারত্নে ২৮ রানে ও লাহিরু থিরিমানে ২৪ রানে।

একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী। 

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওদিশা ফের্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জায়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, রামেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, ভিশ্বা ফের্নান্দো, পারভীন জায়াইক্রামা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে