Dr. Neem on Daraz
Victory Day

ড্রয়েই স্বস্তি বাংলাদেশের, নাখোশ শ্রীলঙ্কা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৩:৪৩ পিএম
ড্রয়েই স্বস্তি বাংলাদেশের, নাখোশ শ্রীলঙ্কা

ঢাকাঃ ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৫৪১ রানের বিশাল পুঁজি নিয়েও লঙ্কানদের পেছনে পড়েছিল বাংলাদেশ। বৈরি আবহাওয়া আর বোলারদের নিষ্প্রাণ উইকেট ম্যাচের ইতি টেনেছে ড্র ঘোষণা করে। এই ড্র আপাতত স্বস্তির বাতাস নিয়ে এসেছে দেশের ক্রিকেটে।

মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় ক্রিকেট অঙ্গনে স্বস্তি ছিল না অনেক দিন। সাফল্য যেন হয়ে উঠেছিল মরীচিকা, ধরা দিয়েও দিচ্ছিল না। শ্রীলঙ্কার মাটিতে একটি ড্র আপাতত স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। লঙ্কানরা অবশ্য এই ড্রয়ে খুশি নয়।

তা না হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ আর নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের দুই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বেশ চাপেই ছিল টাইগাররা। সেই চাপ যেন কমে গেল ক্যান্ডিতে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাসকিন আহমেদদের পারফরম্যান্সে।

ক্রিকেট পাড়ায় নীরবতা থাকলেও স্বস্তি ফুটে উঠল লঙ্কা সফরে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে- ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ভালো করতে পারিনি। এরপর চাপে ছিলাম। এখানে টেস্টে কতটুকু ভালো করবে সবার মধ্যেই প্রশ্ন ছিল। এখানে আসার পর থেকে সবাই যেভাবে চেষ্টা করেছে, আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে, মাঠে নিজেদের নিঙরে দিয়েছে; আমি খুবই খুশি।’

অবশ্য ঠিক উল্টো অবস্থা লঙ্কান শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারী হিসেবে দৃঢ়তা দেখিয়ে আসা লঙ্কানরা নিজেদের মাঠে প্রথম টেস্টেই তুলে নিতে চেয়েছিল জয়। তা না হওয়ায় ড্র নিয়ে অখুশি শ্রীলঙ্কা।

দলের ম্যানেজার মানুজা কারিয়াপ্পারুমা দলের অবস্থা জানিয়ে বলেন, ‘ড্র হওয়ায় হতাশ। দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই আমরা ইনিংস ঘোষণা করেছিলাম। চতুর্থ দিনই দেড়শ রানের মত লিড নিয়ে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নয়। শেষ দিন লাঞ্চের আগেই দেড়শ রানের লিড ছুঁড়ে দিতে চেয়েছিলাম। তবে দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় তা আর হয়নি।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে