ঢাকাঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিককে টপকে যান তামিম। এবার সতীর্থ তামিমকে ছাড়িয়ে আবার চূড়ায় উঠেছেন মুশফিক। বর্তমানে বাংলাদেশের হয়ে টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি।
ক্যান্ডিতে চলমান টেস্ট শুরুর আগে ৪৫৩৭ রান নিয়ে সবার ওপরে নাম ছিল মুশফিকের। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বন্ধু মুশফিককে ছাড়িয়ে যান তামিম। ৯০ রানের ইনিংসের পর তার রান দাঁড়ায় ৪৫৯৮। ছেড়ে দেওয়ার পাত্র নয় মুশফিকও, তামিমকে বেশিক্ষণ ওপরে থাকতে দিলেন না তিনি।
শ্রীলঙ্কা বিপক্ষে ব্যাট করতে নেমে অনবদ্য ফিফটি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলার পথে তামিমকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। সুযোগ আছে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সেটি না হলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার হয়তো মুশফিককে ছাড়িয়ে রাজত্ব দখলে নেবেন তামিম।
আগামীনিউজ/নাসির