Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৯:৫১ এএম
বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী এপ্রিল মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলংকা ক্রিকেট দল। ওই সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। একটি সূত্রের মাধ্যমে এমনটাই নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দু’টি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। 

টেস্ট সিরিজের আগে ১৭ এপ্রিল থেকে নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

করোনাভাইরাসের বিরতির পর লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করেছিলো এসএলসি। তবে লিগ ও টেস্ট সিরিজ ছিল দর্শক শূন্য স্টেডিয়ামে।
আগামীনিউজ/ সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে