ঢাকাঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলকে ঠিকই সামনে থেকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। তবে থাকছেন না টি-টোয়েন্টি সিরিজে। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে চান ব্যক্তিগত কারণে- এমনটিই জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
টি-টোয়েন্টিতে ব্যক্তিগত কারণে থাকবেন না- এই তথ্য আজ ডানেডিন থেকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম। একই সময়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে কোচ রাসেল ডোমিঙ্গো এবং নির্বাচকরা আগে থেকেই এই ব্যাপারে অবগত ছিলেন। আগামী ২০ তারিখ শনিবার ওয়ানডে সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফর থেকে আগেই ছুটি নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের একমাত্র শতক এবং সবচেয়ে বেশি রানের অধিকারী তামিম ব্যক্তিগত কারণে দলে না থাকায় ওপেনারের পজিশন নিয়ে ভাবতে হবে টাইগারদের।
আগামীনিউজ/নাসির