Dr. Neem on Daraz
Victory Day

জয়ের পর জরিমানা গুনল ভারত


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২১, ০৮:৪২ পিএম
জয়ের পর জরিমানা গুনল ভারত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত, সমর্থকদের মনে এনে দিয়েছে স্বস্তি। তবে দারুণ জয়ের পরও দুঃসংবাদ শুনতে হল বিরাট কোহলির দলকে। ধীর বোলিংয়ের জন্য এই ম্যাচে জরিমানা গুনতে হয়েছে দলের সব ক্রিকেটারদের।

রবিবার (১৪ মার্চ) আহমেদাবাদে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ড। ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পায় কোহলির দল। তবে ইংল্যান্ডের ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা সম্পন্ন করতে পারেনি টিম ইন্ডিয়া। আর তাই আনা হয় স্লো ওভার রেট বা ধীর বোলিংয়ের অভিযোগ।

কোহলিদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন দুই অন ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও কেএন অনন্তপদ্মনভন এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা। তাদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ অধিনায়কসহ সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে অতিরিক্ত সময়ে প্রতি ওভারের জন্য দলগুলোকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। কোহলিরা রবিবার নির্ধারিত সময়ের পরও এক ওভার বল করেছিলেন। কোহলি অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে