Dr. Neem on Daraz
Victory Day

শোয়েব আখতারের নামে ক্রিকেট স্টেডিয়াম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৪:০৮ পিএম
শোয়েব আখতারের নামে ক্রিকেট স্টেডিয়াম

সংগৃহীত

খেলা ডেস্ক: গতিদানব বললেই প্রথমে যার চেহারাটা ভেসে উঠে তিনি হলেন পাকিস্তানের শোয়েব আখতার। ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছেন তিনি। তার চেয়ে গতিতে বল করতে পারেননি আর কোনো বোলার। এই বোলারকে এবার সম্মানিত করেছে তার নিজ শহর রাওয়ালপিন্ডি। দেশটির সাবেক গতিতারকার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সেখানে। 

রাওয়ালপিন্ডির ঐতিহাসিক খান রিসার্চ ল্যাবরেটরিজ (কেআরএল) স্টেডিয়ামকে এখন থেকে শোয়েব আখতার স্টেডিয়াম বলা হবে।

নিজের নামে স্টেডিয়াম দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, “সম্মানিত বোধ করছি। মাথা নিচু হয়ে আসছে এটি শেয়ার করতে গিয়ে যে, রাওয়ালপিন্ডির ঐতিহাসিক কেআরএল স্টেডিয়ামকে শোয়েব আখতার স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে। আমি সচরাচর ভাষা হারিয়ে ফেলি না, কিন্তু আজ! সত্যিই সবার এমন ভালোবাসা ও শ্রদ্ধায় কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।”

শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৫ টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট আর ১৫টি টি-টোয়েন্টিতে ১৯ উইকেট নিয়েছেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে