Dr. Neem on Daraz
Victory Day

কোয়ারেন্টিন শেষে উচ্ছ্বসিত তামিম


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৩:৩৭ পিএম
কোয়ারেন্টিন শেষে উচ্ছ্বসিত তামিম

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ তামিম-মুশফিকদের মধ্যে যেন বিরাজ করছে মুক্তির আনন্দ। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে এবার এক বিন্দুতে মিলিত হচ্ছে পুরো দল। স্বাভাবিক চলাচলে আর নেই কোনো বাধা। থাকতে হবে না দমবন্ধ জৈব সুরক্ষা বলয়ে। শেষ পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হওয়ায় উচ্ছ্বাস ঝরে পড়েছে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে। 

আজ থেকে নিউজিল্যান্ডের যেকোনো স্থানে যেতে পারবেন তামিমরা। সেই হিসেবে ১৪ দিনের কোয়ারেন্টিন যেন বন্দী দশা ছিলো সফরকারীদের জন্য। তামিম ইকবালকে মাস্ক ছাড়াই আজ কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, “সত্যি কথা বলতে এখানে যারা ছিলেন, তাঁরা আমাদের খুবই ভালো দেখাশোনা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট সেভাবে সব দেখাশোনা করেছে, আমরা শুধু ধন্যবাদ দিতে পারি। এটা সহজ না। কিন্তু ওরা যতটা সহজ করা যায় সেটা করেছে।  কিন্তু আপনাকে প্রত্যেকটি দেশের নিয়মকে সম্মান জানাতে হবে। এখন ভালো দিক হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। পরিস্কার বাতাসে আছি। এখন গত দুই সপ্তাহর মতো না। যখন আমাদের একটু সময় দেওয়া হতো বের হওয়ার। এখন সব ভালো।” 

বিগত ১৪ দিনে চার বার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার পর মুক্ত হতে পেরে খেলোয়াড়রা স্বস্তিতে থাকবেন এটিই স্বাভাবিক। অন্যদিকে কুইন্সটাউনে দলের সঙ্গে স্পিন পরামর্শক এবং সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও যোগ দেয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আশাবাদী এবং উচ্ছ্বসিত হতেই পারেন তামিম।

বুধবার (১০ মার্চ) কোয়ারেন্টাইন পর্বশেষে কুইন্সটাউনে গেছে বাংলাদেশ দল। তামিমদের এয়ারপোর্টে স্বাগত জানিয়েছেন কুইন্সটাউনের মেয়র জিম বোল্ট। এ সময় সফরে দলকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তাকে একটি স্মারক উপহার দেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে