ঢাকাঃ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরটায় তাই টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেই বেশি নজর দিচ্ছে দলগুলো। অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। যে সিরিজে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (সোমবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ডেভন কনওয়ের অপরাজিত ৯৯ রান ও বোলারদের দাপটে ৫৩ রানের বড় জয় পেয়েছে কিউইরা।ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মিচেল মার্শ।
ব্ল্যাকক্যাপস বোলারদের মধ্যে লেগস্পিনার ইশ সোধি সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে উইকেট ভাগ করে নিয়েছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এছাড়া কাইল জেমিসন একটি উইকেট পান।
এর আগে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রানের ইনিংস দাঁড় করায় নিউজিল্যান্ড। এর পুরো কৃতিত্ব ২৯ বছর বয়সী ডেভন কনওয়ের। তার ৯৯ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ধ্বংসস্তূপের মুখ থেকে ঘুরে দাঁড়ায় কিউইরা।
অজি বোলারদের মধ্যে ডানিয়েল স্যামস ও ঝাই রিচার্ডসন দুটি করে উইকেট নেন। মার্কাস স্টোইনিস একটি উইকেট পান।
সেঞ্চুরি না হলেও, দুইটি অনন্য কীর্তিতে নাম লিখেছেন ডেভন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ফিফটির বিশ্বরেকর্ডে নিজের নাম তুলেছেন তিনি। এ নিয়ে টানা পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি করলেন তিনি।
তার আগে কুড়ি ওভারের ক্রিকেটে টানা পাঁচ ফিফটি করেছেন আরও পাঁচজন ব্যাটসম্যান। তারা হলেন ভিরেন্দর শেবাগ (২০১২), হ্যামিল্টন মাসাকাদজা (২০১২), কামরাল আকমল (২০১৭), জস বাটলার (২০১৮) ও ডেভিড ওয়ার্নার (২০১৯)। এখন ডেভনের সামনে সুযোগ সবাইকে ছাড়িয়ে টানা ছয় ম্যাচে ফিফটি করার।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৯ রানে থামা পঞ্চম ব্যাটসম্যান ডেভন। তার আগে অ্যালেক্স হেলস, লুক রাইট, ডেভিড মালান ও মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৯৯ রান। এদের মধ্যে শুধু হেলসই আউট হয়েছিলেন। বাকিরা ছিলেন অপরাজিত।
আগামীনিউজ/নাসির