Dr. Neem on Daraz
Victory Day

সবচেয়ে দামি খেলোয়াড় হবে সাকিব: আশীষ নেহরা


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০১:৫১ পিএম
সবচেয়ে দামি খেলোয়াড় হবে সাকিব: আশীষ নেহরা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ গত মৌসুমে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞায়। এবার আইপিএলের নিলামে আছে বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসানের নাম। নিলামে তার ভিত্তিমূল্যও ধরা হয়েছে সর্বোচ্চ, ২ কোটি রুপি।

চেন্নাইয়ে আর কিছুক্ষণ পরই বসছে আইপিএলের নিলাম। তাতে সাকিবই দলগুলোর কাছে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন, মনে করেন সাবেক ভারতীয় পেসার আশীষ নেহরা। কি কারণে সাকিব মহামূল্যবান হবেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

স্টার স্পোর্টসের এক ক্রিকেট অনুষ্ঠানে নেহরা বলেন, ‘আইপিএলের আরেকটি নিলাম শুরু হচ্ছে। অনেক বড় বড় নাম আছে সেখানে। তবে আমার কাছে মনে হচ্ছে, একটি নাম আইপিএলের এবারের নিলামে সবার ওপরে থাকবে। তিনি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে যে কোনো দলে তিনি ভারসাম্য নিয়ে আসতে পারেন।’

সাকিব আইপিএলে নতুন কেউ নন। সেই ২০১১ সাল থেকে খেলছেন। আইপিএলে এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুটি ফিফটিসহ ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। ২৮ গড়ে নিয়েছেন ৫৯ উইকেটও।

কলকাতা নাইট রাইডার্স দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু হয় সাকিবের। সেখানেই ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন। ২০১৮ সালে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

এক মৌসুম বিরতি দিয়ে আইপিএলে ফিরছেন। এবার সাকিবের দিকে বড় চোখ করে রাখবে আট ফ্র্যাঞ্চাইজিই। শেষ পর্যন্ত কোন দলে নাম লেখান টাইগার অলরাউন্ডার, সেটিই এখন দেখার।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে