Dr. Neem on Daraz
Victory Day

ফের বর্ণবিদ্বেষের শিকার সিরাজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ০১:৫০ পিএম
ফের বর্ণবিদ্বেষের শিকার সিরাজ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সিডনিতে চতুর্থ দিনেও উঠল বর্ণবৈষম্যের অভিযোগ। দর্শকদের মধ্যে থেকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে আম্পায়ারদের জানায় ভারত দল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন আম্পায়ররা। যেখান থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় সেখানের কিছু দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে।

এর আগের দিনেও একই অভিযোগ উঠেছিল।সিরাজ এবং যশপ্রীত বুমরার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে লিখিত ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অভিযোগও জানিয়ে রেখেছিল ভারতীয় বোর্ড। এবার একই ঘটনা হলে মাঠের দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি। জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশের সাহায্যে মাঠ থেকে সেই দর্শকদের বের করে দেয়া হয়। 

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে