Dr. Neem on Daraz
Victory Day

নাটকীয় জয় পেল পাঞ্জাব


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ১০:১০ এএম
নাটকীয় জয় পেল পাঞ্জাব

ছবি সংগৃহীত

ঢাকাঃ গতকাল রবিবার (১৮অক্টোম্বর) আইপিএল  নাটকীয় ম্যাচে জয়ের দেখা পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সুপার ওভারে গড়ানো ম্যাচে হারলো পোলার্ডের মুম্বাই ইন্ডিয়ান্স।  

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। তবে, প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রাখেন ওপেনার কুয়ান্টন ডি কক। 

৫৩ রানে এই আফ্রিকান আউট হলে, কুনাল পান্ডিয়া ও কাইরোন পোলার্ডের সমান ৩৪ রানের কল্যানে ৬ উইকেটে ১৭৬ রানের ভালো সংগ্রহ দাড় করায় মুম্বাই। জবাবে লোকেশ রাহুলের দারুণ সূচনায় ম্যাচে নিয়ন্ত্রণ নেয় পাঞ্জাব। 

কাপ্তানের ৭৭ রানের পাশাপাশি গেইল আর পুরানের সমান ২৪ রানে জয়ের পথে এগুতে থাকে প্রীতির দল। তবে শেষ পর্যন্ত টাই হয় ম্যাচ। প্রথম সুপার ওভারে সমান ৫ রান করে সংগ্রহ করে উভয় পক্ষ। পরে দ্বিতীয় সুপার ওভারে পোলার্ডের কল্যানে ১১ রান সংগ্রহ করে মুম্বাই। তবে গেইলের ব্যাটে সহজ জয় নিশ্চিত করে পাঞ্জাব।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে