Dr. Neem on Daraz
Victory Day
খেলোয়াড়দের

৭ দিন কোয়ারেন্টাইনে রাখতে চায় বিসিবি!


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০৮:৩০ পিএম
৭ দিন কোয়ারেন্টাইনে রাখতে চায় বিসিবি!

ছবি সংগৃহীত

ঢাকাঃ মাত্র দেড় মাস পর শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ। কিন্তু সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে কতদিন কোয়ারেন্টাইনে থাকবে-তা এখনো পরিষ্কার করে জানায়নি লঙ্কান বোর্ড।

গতকাল সাপ্তাহিক ছুটির দিন এ প্রসঙ্গে সাথে আলাপে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি লঙ্কান বোর্ড। আকরামের ভাষায়, ‘লঙ্কান বোর্ড এই ইস্যুতে আমাদের এখনো কোন পাকা কথা বলেনি।’

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) একই ব্যাপারে কথা বলেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। অনেক কথার ভিড়ে বিসিবি সিইওর কন্ঠে আভাস- বিসিবি চাচ্ছে সাত দিনের কোয়ারেন্টাইন। তবে উল্লেখ করতে ভোলেননি যে লঙ্কান বোর্ড এখনো চূড়ান্ত করেনি।

নিজামউদ্দীন চৌধুরী জানান, ‘কোয়ারেন্টাইন ১৪ দিন হবে না। ৭ দিনটাকে আমরা প্রেপার করি। আমাদের কথা ছিল যে, তৃতীয় দিনে আমরা কার্যক্রমে নামতে পারবো। এটা এখনও আলোচনাধীন।’

তবে বিসিবি সিইও ঘুরিয়ে-ফিরিয়ে একটি কথাই বলেন। যার সারমর্ম হলো বিসিবিক নীতিগতভাবে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে রাজি। তবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই আপত্তি। এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে নিজামউদ্দীন চৌধুরী সুজনের ব্যাখ্যা

এখনও আমরা এই বিষয়ে চিন্তা করিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো।’

বিসিবি সিইও আরও যোগ করেন, ‘সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম আমরা তা করতে পারবো। আমরা পজেটিভ রেসপন্সই পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে। তবে তারা কিছু ডকুমেন্ট চেয়েছেন। তা আমরা দিয়েছি। আমরা আশা করছি আগামী দুই এক দিনের মধ্যে তাদের অনুমতি পেয়ে যাব।’

কোয়ারেন্টাইনে থাকা নিয়ে অনেক কথা বললেও বিসিবি লঙ্কান বোর্ডের জবাব না পেয়ে কোনরকম চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন। তাই সিইওর শেষ কথা,‘এখন আমরা এই বিষয়ে কথা না বলি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাক পেলে তারপর আমরা এই ব্যাপারে কথা বলি।’

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে