Dr. Neem on Daraz
Victory Day

সরে গেলেন বাদল রায়ও


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০৮:১৫ পিএম
সরে গেলেন বাদল রায়ও

ছবি সংগৃহীত

ঢাকাঃ নির্বাচনে অংশ নেয়ার কথা বলে তরফদার মো. রুহুল আমিন মনোনয়নই কিনলেন না। পরে বাদল রায় বলেছিলেন কেউ নির্বাচন না করলে আমি করবো। কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে দেয়া যাবে না। 

ঘোষণামতে বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করে জমাও দিয়েছিলেন বাদল রায়। বলেছিলেন, শেষ পর্যন্ত লড়াই করবেন। কিন্তু আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজের জমা দেয়া ফরম তুলে নেন সাবেক এ তারকা ফুটবলার।

বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকলেও এক ঘন্টা পর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিয়ে যান বাদল রায়ের স্ত্রী। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করায় তার সেই আবেদন গ্রহণ করা হবে কি না, সেটি নিয়ে সিদ্ধান্ত হবে বাফুফের নির্বাচন কমিশন।

বাদল রায় মনোনয়নপত্র তুলে নিলেও সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়ে গেছেন আরেক সাবেক তারকা ফুটবলার সফিকুল ইসলাম মানিক। আগামীকাল (রবিবার) চূড়ান্ত প্রার্থী প্রকাশ করা হবে। ভোট গ্রহণ আগামী ৩ অক্টোবর।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে