Dr. Neem on Daraz
Victory Day

এলপিএলের নিলামে সাকিব


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০২:৩১ পিএম
এলপিএলের নিলামে সাকিব

ছবি সংগৃহীত

ঢাকাঃ ভালো ক্রিকেটারের কদর এমনই হয়। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা শেষ হবে আগামী (২৯অক্টোবর)  কিন্তু তার আগেই লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে উঠছেন সাকিব আল হাসান। 

আগামী (১৪নভেম্বর) শুরু হবে এলপিএল। এর নিলাম হবে অক্টোবরের প্রথমদিন। এজন্য ১৫০ জন বিদেশি ক্রিকেটারকে রেখেছে কর্তৃপক্ষ। যে তালিকায় সাকিব ছাড়াও আছে শহিদ আফ্রিদি, ক্রিস গেইল, রবি বোপারা, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, মুনাফ প্যাটেল, ভারনন ফিল্যান্ডার, কলিন মুনরোদের মতো ক্রিকেটাররা।

প্রতিটি দল ১৯ জন ক্রিকেটার নিতে পারবে। এর মধ্যে থেকে স্থানীয় ১৩ জনের পাশাপাশি থাকবে ৬  বিদেশী। টুর্নেমেন্টে যেহেতু ৫ দল অংশ নেবে, তাই সবমিলিয়ে ৩০ জন বিদেশি ক্রিকেটারের সুযোগ হবে এলপিএল খেলার।

মোট ২৩টি ম্যাচ হবে এবারের টুর্নামেন্টে। খেলা হবে পাল্লেকেল্লে, ডাম্বুলা এবং হাম্বানটোটায়। ৬ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে এলপিএলের প্রথম আসর।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গত অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। এরপর বেশিরভাগ সময় কাটান যুক্তরাষ্ট্রেই। তবে চলতি মাসের শুরুতেই দেশে ফেরেন এই অলরাউন্ডার।

তিনটি টেস্ট খেলতে এই মাসের শেষের দিকেই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ শুরু হবে অক্টোবরের ২৪ তারিখ। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে ফিরুক সাকিব।

এজন্য ফিটনেসটা খুব জরুরি, সেটা ভালোই জানা আছে সাকিবের। কিন্তু নিষেধাজ্ঞা শেষ না হওয়ায় আপাতত দলের সাথে অনুশীলন করতে পারছেন না তিনি। তাই বিকেএসপিতে একাই শুরু করে দিয়েছেন ক্রিকেটে ফেরার লড়াই।

আগামীনিউজ/জেহিন

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে