ঢাকাঃ শনিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ন্যাশন্স লিগ ট্রফি ধরে রাখার মিশনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে অনিশ্চিত হয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর পায়ের আঙ্গুলে সামান্য ঘা দেখা দিয়েছে।
ম্যাচের আগে হাতে সময় মাত্র দুই দিন। ঘা দেখা দেওয়ায় দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করতে পারেননি পর্তুগিজ ক্যাপ্টেন। তবে সুস্থ হতে এখন অ্যান্টিবায়োটিক নিচ্ছেন রোনালদো।
যে দিন সমস্যা ধরা পড়ে সে দিনও জুভেন্টাস ফরওয়ার্ড জিম করেছেন। কিন্তু এখন রোনালদো দল থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। কোচ মনে মনে ম্যাচে রোনালদোকে চাচ্ছেন। কেননা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ার যে তিনি। তাকে ছাড়া খেলতে নামার কথা চিন্তা করাটাই যে কঠিন। কিন্তু এখন যে ফিটনেস নেই। তবে রোনালদো চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। খেলার জন্য সব রকম চেষ্টাই করছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করলে ৮ সেপ্টেম্বর সুইডেনের বিপক্ষে ম্যাচের জন্য ফিট হলেও হতে পারেন রোনালদো। সেক্ষেত্রে শতভাগ ফিটনেস ফিরে পেতে বেশ কয়েক দিন হাতে সময় পাবেন।
আগামীনিউজ/ড্যানি