ঢাকাঃ এফএ কমিউনিটি শিল্ড ফাইনালে রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে লিভারপুল-আর্সেনাল। জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় দুই দলই।
ইংলিশ এফএ কমিউনিটি শিল্ড এর ফাইনালে আজ মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল। ওয়ম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৯টায়। দুই দলেরই লক্ষ্য ট্রফি জয়ের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করা।
ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডের ৯৮তম শিরোপা লড়াই। লিভারপুলকে নিয়ে প্রস্তুত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বস ইয়োর্গেন ক্লপ, আর্সেনালের অক্সিজেন এফএকাপ উইনার কোচ মাইকেল আর্তেতা। ডাগআউট বসদের নামই যেন পার্থক্য গড়ে দেয় ম্যাচে। তবে মৌসুম শুরু করার জন্য ফ্রেশ লেগ ব্যাটল বলেই হয়তো কেউ নির্ভার, আবার কেউ অপেক্ষায় ভালো সূচনার।
কমিউনিটি শিল্ড যেন অলরেডদের কাছে ক্রমেই ধূসর হতে শুরু করেছে, ১৫বার চ্যাম্পিয়নের অভিজ্ঞতা থাকলেও শেষ টাইটেল জয় ২০০৬, এবার ট্রফি ঘুরে তুলেই মৌসুম শুরু করতে চায় লিভারপুল। যদিও ইনজুরিতে হেন্ডারসন, অ্যাঙ্কেলে মাতিপ আর কনকাশনে অ্যাওয়েনি, তবু ভালো শুরুর অপেক্ষায় ইয়োর্গেন ক্লপ।
এই লড়াইয়ে শেষ ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে আর্সেনাল, ২০১৭ তে কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করেছিলো গানাররা। লাকাজেত্তে গ্রানিত শাকাদের আজ একটু বাড়তি দায়িত্ব নিতেই হচ্ছে, ইনজুরিতে সাইড লাইন বেশ ভারি আর্তেতা বাহিনীর। চেম্বার্স, মেসুত ওজিল, পাবলো মারিরা থাকছেন না গানার্স ব্রিগেডে।
আগামীনিউজ/এএইচ