ছবি সংগৃহীত
ঢাকা: করোনা পরিস্থিতিতে একঘেঁয়ে জীবনে ভিন্ন মাত্রা যোগ করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অনুষ্ঠানই যেন শুরু করেছেন। গত শনিবার রাতে তামিম ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন মুশফিকুর রহিমকে নিয়ে। কাল রোববার রাতে বাঁহাতি ওপেনার এলেন মাহমুদউল্লাহকে নিয়ে। আজ তৃতীয় দিন তামিম আড্ডায় সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
সোমবার (০৪ মে) রাত ১০টায় ইন্সটাগ্রামে মাশরাফির সঙ্গে লাইভ আড্ডায় বসবেন তামিম। এই বাঁহাতি ওপেনার সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সে আড্ডায় শরীক হওয়ার জন্য। নিজেদের ড্রেসিংরুমের অনেক জানা-অজানা গল্প কিংবা নানা ক্রিকেটীয় ঘটনা নিয়ে প্রাণবন্ত এক আড্ডা হবে।
আগামীনিউজ/মিজান