Dr. Neem on Daraz
Victory Day

৩০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত ইপিএলে


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৯:৩০ এএম
৩০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত ইপিএলে

ঢাকা : মরণঘাতী করোনাভাইরাসে বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে খেলোয়াড়দের মূল বেতনের ৩০ শতাংশ কম বেতন নিতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগ- ইপিএলর ক্লাবগুলো। এ ব্যাপারে পেশাদারি ফুটবলারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসবে তারা।

ভিডিও কনফারেন্সে ক্লাবগুলোর বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইপিএল ও ন্যাশনাল লিগের ক্লাবগুলোর জন্য ১২ কোটি ৫০ লাখ পাউন্ড বরাদ্দ দেবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২ কোটি পাউন্ড সহায়তা দেয়া হবে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস- এনএইচএস’কে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

এর আগে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের কম বেতন দেওয়া উচিত। এই সংকটজনক অবস্থায় তাদের সাহায্যের হাতও বাড়ানো দরকার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ডে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল। মে মাসের দিকে আবার খেলা শুরু হতে পারে বলে যে পরিকল্পনা ছিল তাও বাতিল করে দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে