Dr. Neem on Daraz
Victory Day

করোনা আতঙ্কে প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু কমল


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০৫:০০ পিএম
করোনা আতঙ্কে প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু কমল

ফাইল ছবি

ঢাকা : প্রথমবারের মতো দেশের সাতটি ভেন্যুতে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। দু-একটি ভেন্যু নিয়ে অভিযোগ থাকলেও সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই বিশ্বজুড়ে দেখা দেয় করেনাভাইরাসের প্রকোপ। বাংলাদেশও তার ছোবল থেকে রেহায় পায়নি। এরইমধ্যে তিন বাংলাদেশির দেহে মিলেছে করোনা। 

সেই আতঙ্কে শুধু মাত্র বঙ্গবন্ধু স্টেডিয়াম রেখে প্রিমিয়ার লিগের বাকি সব ভেন্যু বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (১১ মার্চ) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এই ঘোষণা দিয়েছেন।  

এবারই প্রথম দেশের সাতটি ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছিল। অনেক ক্লাব হোম ভেন্যু পেয়েছিল। তাদের মধ্যে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু ছিল নিলফামারী শেখ কামাল স্টেডিয়াম। শেখ রাসেল ক্রীড়া চক্রের সিলেট জেলা স্টেডিয়াম, সাইফ স্পোটিং ক্লাবের রফিক উদ্দিন স্টেডিয়াম ময়মনসিংহ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রাম আবাহনীর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও মোহামেডান স্পোটিং ক্লাবের হোম ভেন্যু ছিল কমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম। 

‘এ ছাড়া বাকি সাতটি দলের হোম ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দলগুলো হলো ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ ও উত্তর বারিধারা।’

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে