Dr. Neem on Daraz
Victory Day

যে পজিশনে ব্যাট করতে ভালবাসেন সৌম্য


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০২:১৫ পিএম
যে পজিশনে ব্যাট করতে ভালবাসেন সৌম্য

ছবি সংগৃহীত

ঢাকা : রাজকীয় আয়োজনে সাত পাঁকে ঘুরে মাত্রই বিয়েটা সেরে নিয়েছেন সৌম্য সরকার। কিন্তু ক্রিকেট যার নেশা, সে কি আর নতুন বউ নিয়ে ঘরে বসে থাকতে পারে। তাইতো সপ্তাহ না পেরুতেই নেমে পড়লেন বাইশ গজে। বিয়ের পর প্রথমবার মাঠে নেমেই ব্যাট হাতে বাজিমাত করলেন মারকুটে এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর দিয়েই স্কোর বোর্ডে দুইশ’ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান চেজ করতে নেমে ৪৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ম্যাচ সেরা সৌম্য ম্যাচ শেষে জানালেন নিজের অনুভুতি।

মাত্র ৩২ বলে ৬২ রান করা সৌম্য জানান পজিশন যেখানেই হোক নিজেকে প্রমাণ করাই আসল কাজ। তিনি বলেন, ‌‘আমি বেশিরভাগ সময়ই টপঅর্ডারে (ওপরে) খেলেছি। টিমের প্রয়োজনে মাঝেমধ্যে ছয়-সাত নম্বরে খেলেছি। চেষ্টা করেছি, যেখানেই খেলি, নিজেকে প্রমাণ করার। যদিও এ দুই পজিশনে এখনও সেভাবে খেলা হয়নি। দীর্ঘদিন পর আবার এদিন তিনে ব্যাট করেছি। লক্ষ্য ছিল অনেক দিন পর এখানে নেমেছি, যেন জায়গাটা ধরে রাখতে পারি।’

ব্যাটিং পজিশন নিয়ে তেমন ভাবেন না সৌম্য। অবশ্য তিনে ব্যাট করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে আপত্তি নেই তার। সৌম্য বলেন, অধিকাংশ সময় ওপরে খেলেছি। নিজের পছন্দ বলতে কিছু নেই। দলের দরকারে নিচেও ব্যাট করতে হয়। তাই এ নিয়ে আলাদা কোনো ভাবনা-পরিকল্পনা নেই। যেখানেই সুযোগ পাব (ব্যাট করার) পারফর্ম করার চেষ্টা করব। নিজের সর্বোচ্চটা নিংড়ে দেব।

দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। এবার সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। সেই লক্ষ্য পুরণে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আগামীনিউজ/জাফিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে