Dr. Neem on Daraz
Victory Day

‘মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের...’


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ১২:০৬ এএম
‘মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের...’

ছবি: সংগৃহীত

ঢাকা : অধিনায়কত্বের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। আর লাল-সবুজের জার্সি গায়ে নামবেন না টস করতে। ৬ মার্চ মাশরাফির কাছে এক আবেগমাখা দিন হয়ে থাকবে। সতীর্থরা সবাই মাশরাফির জার্সি পড়ে অসাধারণ এক বিদায়ী উপহার দিয়েছেন। যেটা দেখে স্বয়ং চমকে গিয়েছেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু বুকে ব্যথা আর চোখে পানি নিয়ে নেতৃত্বের অধ্যায় শেষ করেছেন-সেটা কজনই বা বুঝেছেন। এক প্রকার জোরাজুরি করেই মাশরাফিকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বেশ ভালো করেই জানেন তিনি। তারপরও একবারের জন্যও মাশরাফি সেটা বুঝতে দেননি। তবে ভেতরে ভেতরে ঠিকই পুড়ছিলেন।

সংবাদমাধ্যমের সামনে শুক্রবার (৬ মার্চ) তাঁকে কত কথাই না বলতে হয়েছে! নিজের মনের কথা লেখার সময় পেলেনটা আর কই! বাড়ি ফিরে নির্ভার হয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি ব্যান্ড তারকা জেমসের ‘ ঠিক আছে বন্ধু’ একটি গানের পঙক্তি স্ট্যাটাস হিসেবে তুলে দিলেন। সেখানে তিনি লিখলেন,‘ শেষ বেলায় ভুলে যেও অভিমান। মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের...’। তাঁর এই স্ট্যাটস আসলে কী বোঝায়!

সমর্থকরাও সেখানে লিখেছেন তাদের মনের কথা। একজন আবেগ মাখিয়ে লিখেছেন,‘ অভিমান না হয় ভুলে গেলাম কিন্তু তোমাকে কেমনে ভুলব ভাই??? খেলা দেখতে যেয়ে তো তোমাকে আর খুঁজে পাব না!!! কেউ যখন বলে ওই যে নড়াইল এক্সপ্রেস বল করছে গর্বে বুকটা ফুলে ওঠে এই কথাগুলো যে আর শুনব না??? অনেক অনেক মিস করবো ভাই। অনেক ভালোবাসি আপনাকে ভাই।’

আরেকজন আবার লিখেছেন,‘ অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।নীতি ও আদর্শের প্রশ্নে তোমার আপোষহীন মনোভাব দেশবাসী আজীবন মনে রাখবে।আল্লাহ তোমাকে সবসময় ভাল রাখুক ।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে