Dr. Neem on Daraz
Victory Day

এশিয়া কাপ কী তবে বাংলাদেশে?


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ১১:৩০ পিএম
এশিয়া কাপ কী তবে বাংলাদেশে?

ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে এশিয়া কাপ হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি কিছু দিন আগে জানিয়েছিলেন, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি সরাসরি বলে দেন পাকিস্তানেই হবে এশিয়া কাপ।

সেই মানিই এবার সুর নরম করে জানিয়ে দিলেন, পাকিস্তানে এশিয়া কাপের আসর বসছে না। তবে তারাই টুর্নামেন্টের আয়োজন করবে। তাহলে কোথায় হবে এশিয়া কাপ? মানি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে যুক্ত সদস্যদের কথা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানেই ম্যাচ হবে বলে আমরা জেদ ধরে রাখতে পারি না। কারণ ভারত পাকিস্তানে এসে খেলতে আগ্রহী নয়। তাই নিরপেক্ষ কোনো ভেন্যুতেই টুর্নামেন্টের আয়োজন করা হবে। তবে কোথায় এশিয়া কাপের আসর বসবে, সেটা এসিসিই ঠিক করবে।’

মানির এই মন্তব্যের বাংলাদেশেরও একটা দারুন সম্ভাবনা তৈরি হয়েছে এশিয়া কাপ আয়োজনের। এখন এসিসির সভায় বাংলাদেশ কিভাবে নিজেদের সেখানে উপস্থাপন করে সেটাই দেখার।

২০১৮ সালে ভারতে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু পাকিস্তান খেলতে না পারায় সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয় এশিয়া কাপ। এবার ভারত রাজি না হওয়ায় যে এবার পাকিস্তানে এশিয়া কাপ হচ্ছে না, সেটা এদিন পরিষ্কার হয়ে গেল।

গত সপ্তাহেই দুবাইয়ে এসিসির সভা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে সে বৈঠক স্থগিত হয়ে যায়। এই মাসের শেষেই হবে বৈঠক। আর সেখানেই নির্ধারিত হবে এশিয়া কাপের আয়োজক দেশ।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে