Dr. Neem on Daraz
Victory Day

মাশরাফির নেতৃত্ব ছাড়ার বিষয়টি প্রধানমন্ত্রীও জানেন


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১১:৩১ পিএম
মাশরাফির নেতৃত্ব ছাড়ার বিষয়টি প্রধানমন্ত্রীও জানেন

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ-জিম্বাবুয়ে যখন শুক্রবার (৬ মার্চ) তৃতীয় ওয়ানডে খেলতে নামবে তখন থেকেই সব আলো ঠিকরে পড়বে মাশরাফি বিন মুর্তজার ওপর। এই ম্যাচটি দিয়েই যে নেতৃত্ব থেকে তিনি বিদায় নিচ্ছেন। সতীর্থরা তাঁকে জয় দিয়ে বড় উপহার দিতে চাইবে স্বাভাবিক। বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি।

৩৫ মিনিটের সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়ে যান নড়াইল এক্সপ্রেস। দীর্ঘদিনের নেতৃত্বে কোনো অপ্রাপ্তি আছে? উত্তরে মাশরাফি বলে গেলেন,‘ যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া যে এতটা আসতে পেরেছি। প্রাপ্তির বিষয়ে একজন খেলোয়াড়ের বলা কঠিন। অপ্রাপ্তি সহজেই বলা যায়। অনেক অপ্রাপ্তি আছে। সেটিও দিন শেষে আমার কাছে প্রাপ্তিই। এটুকু বলতে পারি আমি এ দায়িত্ব সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পালনের চেষ্টা করেছি। এখন প্রাপ্তি-অপ্রাপ্তি আপনারা কিংবা সমর্থকেরা যারা আছেন তারা বলতে পারবেন। আমি এসব খুঁজে বের করার চেষ্টা করিনি।’

মাশরাফি শুধু বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কই নন তিনি একজন সাংসদও। নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভালো। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তো বলেই বসলেন, তাঁর অবসরের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন কিনা? মাশরাফি বললেন, ‘প্রধানমন্ত্রী খেলাটা পছন্দ করেন অনেক। খেলার খোঁজখবর রাখেন। দেশের এত দায়িত্বের ভেতরে থেকে এসব ছোটখাটো বিষয়ে উনার কাছে যাওয়া, ডিস্টার্ব করা, আমার মনে হয় না প্রয়োজন আছে। তারপরও কোনো না কোনোভাবে তিনি জানেন। আমি আশা করছি সবাই আমাকে সমর্থন করেছেন। তিনিও করেছেন।’

কোনো কিছু নিয়ে কখনো খুব বেশি ভাবেন না মাশরাফি। নেতৃত্ব ছাড়ার বিষয়টিও খুব একটা ভাবেননি। মাশরাফি বলছেন,‘ আমি আসলে এত ভাবিনি। আজ সকালে মনে হয়েছে, যথেষ্ট হয়েছে! সত্যি বলতে আজ সকালেই মনে হয়েছে। কালকে পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলাম। কিন্তু আজকে সকালে মনে হয়েছে যথেষ্ট হয়েছে। আমি শুধু বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি যে “ডান”। তারা শক্তভাবেই আমার পাশে আছে। যেমন টি-টোয়েন্টি থেকে যাওয়ার সময়ও তারা আমাকে সমর্থন দিয়েছিল। তারা ঠিক সেইভাবে আমার পাশে আছে।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে