Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস নিয়ে মাশরাফীর সতর্কবার্তা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ১২:৫১ পিএম
করোনাভাইরাস নিয়ে মাশরাফীর সতর্কবার্তা

ছবি সংগৃহীত

ঢাকা : চীনের উহান শহর থেকে বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে তিন সহস্রাধিক মানুষের প্রাণহানী ঘটেছে। ক্রমেই মহামারি রুপ ধারণ করতে চলেছে করোনা। ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে বাঁচতে দেশবাসীকে সতর্ক করলেন মাশরাফী বিন মোর্ত্তজা।  

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয়ের পর গণমাধ্যমের সাথে আলাপকালে এই বার্তা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।  

মাশরাফী বলেন, করোনাভাইরাসের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কোনোভাবেই যেন এটি ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সবাইকে যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সবার বাড়ির আশপাশ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে বাইরে থেকে ফিরে কিংবা বাইরের কোনো কিছু স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে।

গেল বছর ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে আতঙ্কের বিষয়– ভাইরাসটি নতুন। এর এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

তাই এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নেই। পারতপক্ষে যতদূর সম্ভব, সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। সতর্কতা হিসেবে কারও সর্দি-কাশি হলে কিংবা শরীরে এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে