Dr. Neem on Daraz
Victory Day

প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারি ক্লাবে তামিম


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৪:০৮ পিএম
প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারি ক্লাবে তামিম

ছবি সংগৃহীত

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মন্থর ব্যাটিং করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তামিম ইকবাল। ৪৩ বলে ২৪ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে সমালোচকদের মুখে ছাই ছিটিয়ে ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবে প্রবেশ করলেন দেশ সেরা এই ওপেনার।

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪২ বলে ফিফটি পুর্ণ করলেও সেঞ্চুরি হাঁকাতে একটু বেশি বল খেলেছেন তামিম (১০৬ বলে)। জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসের করা ৩৭তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ১৯ মাস পর শতকের দেখা পেলেন তামিম। 

সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। এরপর দীর্ঘ সময়ে আর শতকের দেখা পাননি তিনি। অবশেষে ১৯ মাস পর কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি তুলে নিলেন দেশ সেরা এই ওপেনার। এটি তার ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। তামিমের হাফ সেঞ্চুরি রয়েছে ৪৭টি। 

এদিন আরও একটি মাইলফলক স্পর্শ  করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেন তিনি। ২০৫ ম্যাচে ৬৯১৬ রান নিয়ে মাঠে নামেন তামিম। এই প্রতিবেদন লেখার সময় ১৩০ বলে ১৪৯ রানে অপরাজিত তিনি। ফলে এ সময় পর্যন্ত তামিমের মোট রান ৭০৬৫।

সমান ম্যাচ খেলে ৬৩২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের স্থানে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার রান ৬১৭৪। 

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে