Dr. Neem on Daraz
Victory Day

উইলিয়ামস সেঞ্চুরি চান সেঞ্চুরি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৮:৪৬ পিএম
উইলিয়ামস সেঞ্চুরি চান সেঞ্চুরি

বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো শন উইলিয়ামস খুব করে চাইছেন সেঞ্চুরি। ছবি: সংগৃহীত।

ঢাকা: জিম্বাবুয়েকে সামনে পেলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা রান উৎসবে মেতে ওঠেন। সবশেষ ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন ওপেনার ইমরুল কায়েস। দুটি সেঞ্চুরির সঙ্গে বড় ফিফটিও ছিল তার। শেষ ম্যাচে সৌম্য সরকারও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবারও সেই ধারা বজায় রয়েছে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার লিটন দাস।

বাংলাদেশের সাথে তাল মিলিয়ে সেঞ্চুরি করতে চান জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় টেস্ট সিরিজ মিস করেছেন। প্রথম ওয়ানডে চলার দিনই উইলিয়ামস দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোমবার (২ মার্চ) ঐচ্ছিক অনুশীলনে এসে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের রান করতে হবে। আমরা উইকেটে থিতু হচ্ছি আর আউট হচ্ছি। আমাদের অনেকেই ৫০-৬০ করছে, এরপর আউট হচ্ছে। আমাদের সেঞ্চুরি করা খুবই দরকার। বাংলাদেশি ব্যাটসম্যানরা সেঞ্চুরি করছে আমাদের বিপক্ষে। সেঞ্চুরি করা মানেই কফিনে পেরেক ঢুকে দেওয়া। আমাদের এটাই করতে হবে, বেশি বেশি সেঞ্চুরি করতে হবে। এবং সেটা করতে হবে সিনিয়র ক্রিকেটারদের।’

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে জিম্বাবুয়ের ব্যাটিং। মঙ্গলবার (৩ মার্চ) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন উইলিয়ামস,‘ বাংলাদেশি বোলিং খুবই শক্তিশালী। কিন্তু আমরা ওদের বিপক্ষে এর আগে খেলিনি, এমন তো না। ওরা বিশ্বমানের বোলার। আমরা যদি ছোট ছোট ব্যাপার গুলো ঠিকমতো করি, তাহলে ভালো করব।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে