Dr. Neem on Daraz
Victory Day

৮ মার্চ গণভবনে আকবরদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ১২:০৭ পিএম
৮ মার্চ গণভবনে আকবরদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা : গত ৯ ফেব্রুয়ারি ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা। এখনো অবধি কোনো খেলাতেই বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। যেটা করে দেখিয়েছে আকবর আলীর দল। এই দলটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন ৮ মার্চ, গণভবনে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এই তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিনেই আকবরদের সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে নির্ধারণ করা হয় সেই সংবর্ধনার দিনক্ষণ।

প্রথমে বাইরে খোলা জায়গায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নতুনভাবে গণভবনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ নিয়ে বলেন, ‘বৃষ্টি-বাদলের কারণে বাইরে অনুষ্ঠান করলে বিঘ্ন ঘটতে পারে। তাই ক্রিকেটারদের গণভবনে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৮ মার্চ বিকেল ৪টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে