Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসে আক্রান্ত ইতালির তিন ফুটবলার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০১:২৭ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত ইতালির তিন ফুটবলার

ফাইল ছবি

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। চীনের উহান শহর থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। ইতিমধ্যে প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণেও। টোকিও অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক শূন্য মাঠে খেলেও করোনা থেকে মুক্তি মেলেনি ইতালির খেলোয়াড়দের।  

করোনাভাইরাসের কারনে ইতালিয়ান লিগ ‘সিরি আ’ ও ইউরোপা লিগের ম্যাচগুলো দর্শকশুন্য খালি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এরপরও  দেশটির তুসকান অঞ্চলের ইউএস পিয়ানি ক্লাবের তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

তবে ক্লাব কর্তৃপক্ষ আক্রান্তদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি। তিন খেলোয়াড় ছাড়াও একজন স্টাফ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর ক্লাবের প্রত্যেক খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও ম্যানেজারকে তাদের বাড়িতে ১৫ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি ওই খেলোয়াড়দের মধ্যে একজনের লক্ষণ প্রকাশিত হয়। এরপর অন্যদের উপসর্গ দেখা দেয়।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে