Dr. Neem on Daraz
Victory Day

ম্যাচ পাতিয়ে আজীবন নিষিদ্ধ দুই ফুটবলার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৪:৪৩ পিএম
ম্যাচ পাতিয়ে আজীবন নিষিদ্ধ দুই ফুটবলার

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশের ফুটবল দর্শকদের কাছে পরিচিত নাম লাওস। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ আন্তজার্তিক টুর্নামেন্টে এই দেশটির পুরুষ এবং নারী ফুটবল দল খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেই লাওসের দুই খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশ (এএফসি)।  

২০১৭ সালের অক্টোবরে হংকং সফরে প্রীতি ম্যাচটিতে তাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমানিত হয়। নিষিদ্ধ হওয়া ফুটবলাররা হলেন খামপেং সায়াভুত্তি ও লেম্বো সেসানা।

এক বিবৃবিতে এএফসি জানিয়েছে ডিসিপ্লিনারি কমিটি এই দুই ফুটবলারকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে। যদিও তদন্তের খাতিরে অভিযুক্ত ম্যাচটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এএফসি।

লাওসের ফুটবল ইতিহাসে ম্যাচ পাতানোর ঘটনা এটাই প্রথম না । এর আগে লাও টয়োটা এফসি ক্লাবটিকে ২০১৮ এএফসি কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৫ ও ২০১৬ সালের টুর্ণামেন্টে তাদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল।

বিশ্ব ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০ দলের মধ্যে ১৮৮তম অবস্থানে থাকা লাওসের ফুটবলীয় অবকাঠামো খুবই দূর্বল। ক্রীড়াক্ষেত্রে তাদের অর্থ বরাদ্দের বিষয়টিও বেশ অল্প।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে