Dr. Neem on Daraz
Victory Day

দিল্লি কাণ্ডে আবেগঘন টুইট শেহবাগের


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৩:৩৪ পিএম
দিল্লি কাণ্ডে আবেগঘন টুইট শেহবাগের

ছবি সংগৃহীত

ঢাকা : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। গত ৩৬ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। সহিংসতায় অন্তত ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন দুই শতাধিক। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেহবাগ লিখেছেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সবার কাছে অনুরোধ, মাথা ঠান্ডা রাখুন। শান্তি বজায় রাখুন। সংঘর্ষে কেউ আহত হলে বা কারওর ক্ষতি হলে এই মহান দেশের গায়ে কালিমা লাগবে। শান্তি ও সুবিবেচনার প্রার্থনা করছি।’

উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। বেশি কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলিতে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে