ঢাকা : বেসিন রিজার্ভের সবুজ গালিচায় সুইং আর বাউন্সের সামনে ফের অসহায় হয়ে পড়ল ভারত। ট্রেন্ট বোল্টের ঝোড়ো পেসে রীতিমতো ধস নামল ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইন-আপে। ওয়েলিংটনে প্রথম ইনিংসের তৃতীয় দিনও চালকের আসন ধরে রাখল নিউজিল্যান্ড।
মাত্র ১৬৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। দুই বোলার জেমিসন ও বোল্ট যে শুধু ভারতীয়দের ব্যাটিংয়েই ধাক্কা দিলেন তা নয়, ব্যাট হাতেও নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যোগ করলেন বেশ কিছু রান। দ্বিতীয় দিনের শেষে কিউইদের স্কোর ছিল পাঁচ উইকেট হারিয়ে ২১৬। বড় ভুমিকা ছিল কেন উইলিয়ামসনের চওড়া ব্যাটের। ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেখান থেকে শুরু করে রবিবার (২৩ ফেব্রুয়ারি) আরো ১৩২ রান করে নিউজিল্যান্ড। কলিন ডি গ্র্যান্ডহোমের (৪৩) পাশাপাশি বোল্ট (৩৮) ও জেমিসনের (৪৪) সৌজন্যেই তিনশোর গণ্ডি পেরোয় স্বাগতিকরা।
ব্যাটে-বলে ভারতকে রীতিমতো নাকানি-চোবানি খাওয়াচ্ছেন কিউই বোলাররা। এদিন যেমন হাত ঘুরিয়ে তিনটি উইকেট তুলে ভারতীয় ব্যাটিং লাইপ আপে ধাক্কা দেন বোল্ট। মায়াঙ্ক আগরওয়াল ছাড়া সকলেই ব্যর্থ। ওপেনার হিসেবে খেলার সুযোগ কাজে লাগাতে পারছেন না পৃথ্বী শ (১৪)। দলে ফিরে ব্যর্থ চেতেশ্বর পূজারাও (১১)। অফ ফর্ম অব্যাহত অধিনায়ক কোহলির। ২৫ রানে ক্রিজে অপরাজিত রাহানে। সঙ্গী হনুমা বিহারী (১৫)। সব মিলিয়ে তৃতীয় দিনেও কোণঠাসা ভারত। এমন পরিস্থিতিতে শামি-বুমরাহরা ভেলকি দেখাতে না পারলে প্রথম টেস্টে জয় নিশ্চিত নিউজিল্যান্ডের।
আগামীনিউজ/রবিউল/জাকিউল