Dr. Neem on Daraz
Victory Day

একুশেই নিভে গেল হ্যান্ডবল খেলোয়াড়ের প্রাণ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:০০ পিএম
একুশেই নিভে গেল হ্যান্ডবল খেলোয়াড়ের প্রাণ

ফাইল ছবি

ঢাকা : গেল বছরের ডিসেম্বরে সাউথ এশিয়ান গেমসে (এসএ) অংশ নিয়েছেন সোহানুর রহমান সোহান। বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক হিসাবে এরইমধ্যে নিজেকে প্রমাণ করেছে এই তরুণ। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাত্র ২১ বছর বয়সেই নিভে গেল সম্ভাবনাময় এই হ্যান্ডবল খেলোয়াড়ের প্রাণ।  

শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এক মোটরস্ইাকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। সোহানুর (২১) দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের কালু মন্ডলের ছেলে। 

সোহানের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে হ্যান্ডবল ফেডারেশনে। ফেডারেশনের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘সোহান খুবই সম্ভাবনাময় খেলোয়াড় ছিল। উদীয়মান এই তারকার মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল জাতীয় দলের।’

সোহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কেএম নুরুল ফজল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে