Dr. Neem on Daraz
Victory Day

স্পিনকে এখন ভয় পায় না জিম্বাবুয়ে : সিকান্দার রাজা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৫:০৯ পিএম
স্পিনকে এখন ভয় পায় না জিম্বাবুয়ে : সিকান্দার রাজা

ফাইল ছবি

ঢাকা : সাম্প্রতিক সময়ে অলরাউন্ডার হয়ে উঠেছেন সিকান্দার রাজা। সেটা বুঝেছে শ্রীলঙ্কা। হারারে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ইনিংসেই তিনি নিয়েছেন ৭ উইকেট। ওপেনিং জুটিতে ৯৭ রান তোলার পর শ্রীলঙ্কা অলআউট ২৯৩ রানে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার হয় ৩৬১ রানের। কিন্তু বৃষ্টি জিম্বাবুয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। ড্র করে সিরিজ জয়লাভ করে শ্রীলঙ্কা।  

প্রথম ইনিংসে ৭২ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলে নেন ৮ উইকেট। সেই সিকান্দার রাজা  যে বাংলাদেশের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠবেন না তা বলা যাচ্ছে না। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার যে বাংলাদেশকে চাপে ফেলতে চান সেটি বললেও চলে। এ জন্য তিনি প্রেরণা হিসেবে নিচ্ছেন হারারের টেস্টকে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ভালো কেটেছে আমাদের। ওরা হয়তো প্রথম টেস্ট জিতেছে। কিন্তু ম্যাচটা সহজেই ড্র হতে পারত। আর দ্বিতীয় টেস্ট কাগজে কলমে ড্র হলেও আমরা জয়ের খুব কাছে ছিলাম। আমরা আত্মবিশ্বাস নিচ্ছি শ্রীলঙ্কা সিরিজ থেকে। খুব দ্রুতই আরেকটি টেস্ট খেলায় আমাদের সুবিধা হবে।’

বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি খেলেছে জিম্বাবুয়ে। এদেশের কণ্ডিশন তাই তাদের হাতের তালুর মতো চেনা। রাজা বলছেন, ‘স্পিনাররা আমাদের বিপক্ষে সব সময়ই ভালো করেছে। বাংলাদেশে নিয়মিত আসার কারণে আমরা বাংলাদেশি ক্রিকেটার থেকে শিখছি।’

বাংলাদেশে বেশি বেশি খেলার কারণে স্পিনটাও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা রপ্ত করে ফেলেছেন। আগে যেমন স্পিনের বিপক্ষে তাদের দূর্বলতাগুলো ফুটিয়ে উঠত এখন আর তা হয় না। রাজা বলেন,‘ আপনি যতই বলেন স্পিনাররা আমাদের বিপক্ষে অনেক উইকেট নিচ্ছে, আমরাও সময়ের সঙ্গে স্পিনের বিপক্ষে রান করা শুরু করেছি। আমরা গতবার যেই ম্যাচটা জিতেছি, সেটাই আদর্শ উদাহরণ।’

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে