Dr. Neem on Daraz
Victory Day

ভোরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামছে সালমারা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ১২:৪৫ এএম
ভোরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামছে সালমারা

ছবি: সংগৃহীত

ঢাকা: কদিন আগে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল। অস্ট্রেলিয়ায় এবার শুরু হতে চলেছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মাঠে নামছে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল। বিসব্রেনের অ্যালান বর্ডার মাঠে থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। 

একই ভেন্যুতে মঙ্গলবার আরেক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে সালমা-জাহানারারা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পৌঁছায় সালমার নেতৃত্বাধীন দলটি। এরপর গোল্ড কোস্টে ১২ দিনের অনুশীলন ক্যাম্প করেন তারা। 

মূল পর্বের প্রস্তুতি শুরুর আগে শুক্রবার বিসব্রেনে টুর্নামেন্টের আয়োজক ও বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আলাদা সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। ২১ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। বিশ্ব সেরা হওয়ার অভিযানে  দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে দশটি দল। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।  ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ফেব্রুয়ারি এবং ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ৮ মার্চ নারী দিবসে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে