Dr. Neem on Daraz
Victory Day

ইয়াসির রাব্বির সেঞ্চুরি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৮:১০ পিএম
ইয়াসির রাব্বির সেঞ্চুরি

১৩৪ রানে অপরাজিত আছেন ইয়াসির রাব্বি। ছবি: সংগৃহীত।

ঢাকা: প্রথম দিনে নাঈম হাসানের ঘূর্ণির ফাঁদে পড়েছিল উত্তরাঞ্চল। সেই ফাঁদ থেকে উত্তরাঞ্চলকে বের করে নিয়ে এসেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনে পূর্বাঞ্চলেরও ওপর তোপ দাগলেন উত্তরাঞ্চলের স্পিনার সানজামুল ইসলাম। তবে জবাবটা ভালোভাবেই দিয়েছেন ইয়াসির রাব্বি সেঞ্চুরি করে।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের ২৭২ রানের জবাবে ৭ উইকেটে ২৬১ রান তুলে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। ইয়াসির রাব্বি অপরাজিত আছেন ১৩৪ রানে। রানের দেখা পেয়েছেন ইমরুল কায়েসও। তিনি ৭৬ রান করেছেন।

মুশফিকদের জবাব দিতে নেমে আগের দিনই ৩ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল পূর্বাঞ্চল। সকালে নেমে দ্রুতই নাইটওয়াচম্যান সাকলাইন সজীবকেও হারায় তারা। এরপরই ইমরুলকে নিয়ে পরিস্থিতি সামলান ইয়াসির। ১৩৭ রানের জুটির পর ৭৬ করা ইমরুলকে ফেরান সানজামুল। এরপর দ্রুতই আউট করেন নাসির হোসেনকেও।

ইয়াসিরের সঙ্গে ৬৬ রানের আরেক জুটির পর ২৬ করা আফিফ হোসেনকেও শিকার করেন সানজামুল। টানা উইকেট হারানোর মাঝেও সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ইয়াসির।

আগামীনিউজ/রবিউল/জাকিউল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে