ছবি: সংগৃহীত
ঢাকা: কক্সবাজারেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি ম্যাচ। মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটি হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি গ্রাউন্ডে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম। তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল না সেটি ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিদারুনভাবে ফুটে উঠেছে। ৫৩ রানের মধ্যে চলে যায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান।
এই অবস্থায় মার্শাল আইয়ুব দাঁড়িয়ে না গেলে মধ্যাঞ্চল ২৩৫ রানও তুলতে পারত না। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ নম্বর সেঞ্চুরি তুলে মার্শাল আউট হয়ে যান ১১৬ রানে। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৮৬ বলে ১২টি চার আর দুই ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ব্যাট থেকে। তিনি ২৬ বল খেলে ৩০ রানে অপরাজিত ছিলেন। ৭৮ রানে ৩ উইকেট পেয়েছেন মেহেদি হাসান। ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাসুম আহমেদ।
এ প্রতিবেদন লেখার সময় ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল তাদের ওপেনার শাহরিয়ার নাফীসকে হারিয়ে ১৭ রান তুলেছে। ব্যাট করছেন এনামুল হক ৫ ও ইরফান শুকুর ২ রান নিয়ে।
আগামীনিউজ/রবিউল/জাকিউল