ঢাকা : দেশবাসীকে প্রথমবার কোনো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বুধবার বিকালে দেশে ফিরেছে জুনিয়ার টাইগাররা। নানা আয়োজনে বরণ করা হয়েছে ক্রিকেট বীরদের। এবার নিজের শহর বগুড়ায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সেই দলের অন্যতম দুই সদস্য তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওয়ানা দেয় বিশ্বজয়ী দলের দুই তারকা। তৌহিদ ও তামিমকে বহনকারী মাইক্রোবাস বগুড়া শহরের প্রবেশমুখ বনানীতে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আলহাজ শেখ, জামিলুর রহমান জামিল, আরিফুর রহমান আরিফ ক্রিকেটারদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এ সময় তানজীদ হাসান তামিম বলেন, যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে বগুড়ার মাঠে আমরা প্র্যাকটিস করেছি। এটা আমাদের অনেক হেল্প করেছে বিশ্বকাপে খেলতে। এখানে বাউন্সি উইকেট ওখানেও বাউন্সি উইকেট। বড় জায়গায় খেলা হলে যদি বগুড়ায় আগে আমাদের খেলানো হয়, তাহলে আমরা সেখানে আরো ভালো কিছু করতে পারব।
এসময় বগুড়ার শত শত ক্রিকেট ভক্তরা বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা দিতে ফুল, ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/জেডআই