Dr. Neem on Daraz
Victory Day

এই বাসে বিসিবিতে আসবে বিশ্বকাপ জয়ী আকবররা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০৩:১৭ পিএম
এই বাসে বিসিবিতে আসবে বিশ্বকাপ জয়ী আকবররা

ছবি সংগৃহীত

ঢাকা : ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর আনন্দে মেতে উঠেছিল গোটা বাংলাদেশ। এবার তার থেকেও বড় সাফল্য এনে দিয়েছে উনিশ বছরের যুবারা। এই প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সুযোগ করে দিয়েছে আকবর আলীরা। দক্ষিণ আফ্রিকায় ভারতকে বধ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আর মাত্র কয়েক ঘন্টা পরে দেশের মাটিতে পা রাখবে সোনার ছেলেরা।  

বিশ্ববিজয়ী বাংলার বীরদের বরণ করতে পুরোপুরি তৈবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন দলকে বহনকারী বিমানটি বাংলাদেশের  মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে। এজন্য বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি।

বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে বিসিবি। 

বিশ্বের বিভিন্ন দেশে শিরোপা উদযাপনে ছাদখোলা বাস ব্যবহার করতে দেখা গেলেও বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদের জন্য সে ব্যবস্থা রাখেনি বিসিবি। তাদের নিজস্ব বাসে বিমানবন্দর থেকে খেলোয়াড়দের মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনার ব্যবস্থা করেছে বিসিবি।  

বুধবার সকাল থেকেই বিসিবি কার্যালয়ের সামনে সাজিয়ে রাখা হয়েছে একটি মিনি বাস। সে বাসটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো। আর বাসের গায়ে বড় করা লেখা রয়েছে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’।

বিশ্ব চ্যাম্পিয়নদের এই বাসে চেপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিসিবি কার্যালয়ে আসতে হবে।

উল্লেখ্য, গেল রবিবার (৯ ফেব্রুয়ারি) চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবে গোটা দেশেই আনন্দের ফল্গধারা বয়ে যাচ্ছে। 

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে