Dr. Neem on Daraz
Victory Day

রাকিবুল-হৃদয়দের শাস্তি কমাতে আপিল করবে বিসিবি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ০৯:০৪ এএম
রাকিবুল-হৃদয়দের শাস্তি কমাতে আপিল করবে বিসিবি

ফাইনালের পর এভাবেই বিবাদে জড়িয়ে পড়ে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা। ফাইল ছবি।

ঢাকা : এই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপের শিরোপা জিতেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা পচেফস্ট্রুমে প্রবল পরাক্রমশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করেছে বাংলাদেশের যুবারা। রাকিবুল হাসান বাংলাদেশকে কাঙ্খিত গন্তব্যে নিয়ে যাওয়ার পরই বাংলাদেশের ড্রেসিংরুম থেকে তাঁর সতীর্থরা মাঠে প্রবেশ করে উদযাপন করতে থাকেন। তখন ভারতীয় দলের খেলোয়াড়রা ছিলেন বিষন্ন। বাংলাদেশের উদযাপনের মধ্যেই তারা বিবাদে জড়িয়ে পড়েন। এই ঘটনার জেরে আইসিসি বাংলাদেশের তিন জন এবং ভারতের দুজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপবিজয়ী তিন সদস্যের শাস্তি কমাতে আইসিসির কাছে আপিল করবে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, টিম ম্যানেজারের কাছে থেকে বিস্তারিত প্রতিবেদন নিয়ে তারা আপিল করবেন। তিনি বলেছেন,‘ শাস্তির বিষয়টি আমরা জেনেছি। আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। দেশে ফিরলে প্রতিবেদন জমা দেবেন। বিস্তারিত জেনে এরপর যদি সুযোগ থাকে আমরা শাস্তি কমানোর জন্য আইসিসির কাছে আপিল করব।’

ঘটনার ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশের তিন আর ভারতীয় দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসির কোড অব কনডাক্ট ভঙ্গ করায় বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুকে ৪ থেকে ১০টি করে ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে