Dr. Neem on Daraz
Victory Day

বুধবার বিকালে আসছে আকবরের বিশ্বচ্যাম্পিয়ন দল


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০, ১১:১৩ পিএম
বুধবার বিকালে আসছে আকবরের বিশ্বচ্যাম্পিয়ন দল

চ্যাম্পিয়নরা আসছেন। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাজ সাজ রব। ছবি: বিসিবি।

ঢাকা: প্রথমবার যুব বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উনিশের তরুণরা দেশকে এনে দিয়েছেন হিরন্ময় এক ইতিহাস। যার জন্য অপেক্ষা বাংলাদেশের বহুদিনের। রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রবল পরাক্রমশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ক্রিকেটবিশ্বের মানচিত্র পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ অনন্য এক উচ্চতায় উঠে গিয়েছে।

আকবর আলীর নেতৃত্বে সেই দলটি বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের মাটিতে পা রাখছে। তাদেরকে বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুরু করে গোটা দেশই উন্মুখ হয়ে আছে।  

বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারদিকে নতুন রং লেগেছে। যেন বিয়ে বাড়ির মতো উৎসব উৎসব আমেজ। বিমানবন্দরেই তাদের অভ্যার্থনা জানাতে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাদের দেওয়া হবে সংবর্ধনা। যুবা ক্রিকেটারদের নিয়ে বিসিবি তাদের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাইটিং করা হয়েছে। দেওয়া হয়েছে বড় বড় ব্যানার। তাতে শোভা পাচ্ছে আকবর-শরিফুলদের জয়ের উচ্ছ্বাস। লেখা আছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’।

আগামীনিউজ/রবিউল/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে