Dr. Neem on Daraz
Victory Day

চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে উড়িয়ে অলিম্পিকে ব্রাজিল


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০, ১২:৫৬ পিএম
চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে উড়িয়ে অলিম্পিকে ব্রাজিল

ছবি সংগৃহীত

ঢাকা : টোকিও অলিম্পিক ফুটবলের টিকেট নিশ্চিত করে ফেলল সাম্বার দেশ ব্রাজিল। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে বাঁচামরার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে অলিম্পিকে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

যদিও কনমেবল থেকে আগেই অলিম্পিক নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা।  প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে তারা। অপেক্ষায় ছিল ব্রাজিল। সোমবার কনমেবল অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বের ম্যাচে ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনহো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথেউস কুনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের তৃতীয় গোলটিও করেন তিনি।

টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক জাপানের পাশাপাশি থাকবে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাওয়া দুই দল। আর্জেন্টিনা ও ব্রাজিল অংশগ্রহণ নিশ্চিত করলেও একইদিনে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে