Dr. Neem on Daraz
Victory Day

আইসিসিতে যুবাদের বিরুদ্ধে ভারতের অভিযোগ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৩:৫২ পিএম
আইসিসিতে যুবাদের বিরুদ্ধে ভারতের অভিযোগ

ছবি সংগৃহীত

ঢাকা : ভারত-পাকিস্তান লড়াই এক সময় ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা ছড়াত। কালের পরিক্রমায় সেই লড়াইয়ে ঝাঁঝ আর নেই। তবে গত কয়েক বছর ধরে পাকিস্তানের জায়গাটা নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ-ভারত ম্যাচ হলেই থমথমে একটা পরিবশে তৈরি হয়। অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করে যায়। যেমন ঘটল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচে।  

বাংলাদেশ দল যখন জয় থেকে মাত্র ১ রান দুরে। তখনও হাতে বল ছিল ২৪টি। এমন অবস্থায় ভারতের অথর্ব আঙ্কোলেকার ছোঁড়া বল মিড উইকেটে ঠেলে ১ রান নিতেই ভোঁ দৌড় দেন রকিবুল হাসান। রানিং কমপ্লিট হওয়ার আগেই বাংলাদেশের পুরো দল তখন ছুটে যায় মাঠে। প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে যুবাদের উল্লাস যেন কিছুটা মাত্রাহীন। চোখের সামনে বাংলাদেশের ক্রিকেটারদের এমন বাঁধনহারা উদযাপন নিতে পারছিলেন না বিমর্ষ ভারতীয় ক্রিকেটাররা। 

দুদলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি। এই পরিস্থিতিতে হুট করেই সরিয়ে নেওয়া হয় সরাসরি সম্প্রচার করার কাজে ব্যবহৃত ক্যামেরা। তবে ক্যামেরা সরিয়ে ফেলার আগের দৃশ্যতে দেখা যাচ্ছিল দুই ফাইনালিস্ট ভারত এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিছু একটা চলছে। খানিকটা গুরুতরই লাগছিল টিভির পর্দায়।

কিছু একটা হয়েছে সেটা যে বেশি কিছু হয়েছে, ম্যাচ শেষে তাই বললেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ। টাইগার যুব দলের অধিনায়ক আকবর আলী অবশ্য এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে কিছু খোলাসা করেননি। উল্টো ক্ষমা চেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ক্রিকইনফো জানিয়েছে, পিচের আশপাশে থাকা ভারতের ক্রিকেটারদের সঙ্গে একচোট হয় টাইগার যুবাদের। ধাক্কাধাক্কি থেকে শুরু করে এমনকি একজনের গায়ে জড়িয়ে থাকা বাংলাদেশের পতাকারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টালটি।

দারুণ উত্তেজনাময় ম্যাচের পর উদযাপন করতে গিয়ে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আকবর আলি বলেছেন, দুদলের মধ্যে যা হয়েছে, তা না হলেই ভালো হতো, ‘আমি বলব, যা হয়েছে, তা হওয়া কাম্য ছিল না। যদিও কী হয়েছে, পুরোটা আমি দেখিনি। তবে আপনি জানেন, ফাইনালে অনেক সময় আবেগ মাত্রা ছাড়িয়ে যায়, বাংলাদেশ-ভারত ক্রিকেটেও এখন বড় দ্বৈরথ। আমি বলব, কোনো পরিস্থিতিতেই এমন কিছু (হাতাহাতি) হওয়া উচিত নয়। প্রতিপক্ষকে আমাদের সম্মান করা উচিত, খেলাটাকেও সম্মান করা উচিত। কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমি আমার দলের হয়ে দুঃখপ্রকাশ করছি।’

ভারতের অধিনায়ক গার্গের কাছেও সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এ নিয়ে। তিনি বিস্তারিত না বললেও বাংলাদেশ দলের দিকেই আঙুল দেখালেন, ‘দেখুন, খেলায় হার-জিত আছেই। আমরা পরাজয়টা সহজভাবে মেনে নিয়েছিলাম। কিন্তু ওদের প্রতিক্রিয়াটা খুবই অশোভন ছিল। আমার মনে হয় এ রকম কিছু হওয়া ঠিক হয়নি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে।’

দুদলের মধ্যে এই বিষয়টি আইসিসি এর মধ্যে জেনেছে, তদন্তও শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কেউ দোষী হলে ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়েছে তারা। 

এ দিকে ক্রিকইনফো জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আইসিসির কাছে এ ব্যাপারে যোগাযোগও নাকি করা হয়েছে। ভারতকে ফাইনালে হারানোর উল্লাসে বাংলাদেশের কেউ ভারতের কাউকে কটূক্তি করেছিলেন বলে ভারতের দাবি। 

আইসিসি তখন বলেছে, ম্যাচ রেফারি টিভি ফুটেজের সাহায্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। এমনকি, ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ভারতের দর্শকদের বোতল ছুড়ে মারা নিয়েও টুইট করেছেন অনেকে।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে