Dr. Neem on Daraz
Victory Day

পতাকা কেড়ে নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়াও


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ১২:১৪ পিএম
পতাকা কেড়ে নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়াও

ছবি সংগৃহীত

ঢাকা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশের যুবারা। চারবারের শিরোপা জয়ী ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টাইগাররা। কিন্তু লাল সবুজ দলের এই অর্জন সহজভাবে মেনে নিতে পারেনি ভারতীয় যুবারা। মেজাজ হারিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উপর চড়াও হয় তারা। এমনকি বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে পতাকাও কেড়ে নেয় ভারতের যুবারা।

তবে খেলা সরাসরি সম্প্রচারের সময় ক্যামেরা অন্য দিকে সরিয়ে নেয়ায় বিষয়টি পুরোপুরি দেখতে পারেনি দর্শকরা। কিন্তু মোবাইল ফোনের বদৌলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে বিষয়টি। 

রোববার (৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর শেষ মুহুর্তে জাতীয় পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ে সতীর্থরা। এ সময় বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নেয় তারা। এমনি একটা ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

ঘটনাটি ম্যাচের পরের। বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু হয় ঝামেলা।

কয়েকজন মেজাজ হারিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়া হয়। কেউ কেউ মারার চেষ্টাও করেন। এই কয়েকটা দৃশ্যের মাঝেই সরাসরি সম্প্রচারের মূল ক্যামেরা অন্যদিকটা দর্শকদের সামনে তুলে ধরে।

তাতে আড়ালে পড়ে যায় ওই সময়কার ঘটনাটি। পরে অবশ্য ম্যাচ অফিসিয়াল ও দুই পক্ষে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন, এটা মোটেও ঠিক হয়নি। কারো মুখে ভারতকে নিয়ে কটু কথা। আবার কেউ তাদের শাস্তিও দাবি করছেন আইসিসির কাছে।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে