বিশ্বকাপ ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ছবি: আইসিসি।
ঢাকা : বাংলাদেশ নামের আগে এখন বিশ্বচ্যাম্পিয়ন শব্দটি লেখা যাবে। যা আগে কখনোই সম্ভব হতো না। বাংলাদেশ যে কোনো স্তরেই বিশ্বকাপ জেতা তো দূরের কথা ফাইনালই খেলতে পারেনি। আকবর আলীরা সেই আরাধ্য স্বপ্নটাই বাস্তবায়ন করল। আর এতে সামনে থেকে নেতৃত্ব দিলেন স্বয়ং অধিনায়ক। ধীরস্থীরভাবে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গিয়ে তবেই শান্ত হয়েছেন আকবর।
এক সময় মনে হচ্ছিল, আরেকটি আক্ষেপের গল্পই লিখতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। কিন্তু স্রোতের বিপরীতে কী অসাধারণ লড়াইটাই না করলেন আকবর। মাথা ঠান্ডা রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। কোনো সন্দেহ নেই এটাই তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। এমন ম্যাচ জেতার পরও খুব একটা আবেগি দেখাল না আকবরকে। ম্যাচ শেষে তিনি বলে গেলেন,‘ আমি ব্যাটসম্যানদের এটাই বলছিলাম উইকেট না হারিয়ে যেন জুটি গড়তে পারি।’
১৭৭ রান করার পরও বাংলাদেশ দল মনে করেছিল পাল্টা তোপ দাগতে পারে ভারত। সে জন্য তারা মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছিল। আকবর বললেন,‘ রান তাড়াটা যে কঠিন হবে, সেটা জানতাম। কারণ, ভারত সহজে ছেড়ে দেওয়ার দল নয়।’
এতদূর আসতে বাংলাদেশ দলকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিনে আকবর কষ্টের সেই দিনগুলোর কথা মনে করলেন,‘ এটি অনেকটা স্বপ্ন বাস্তব হওয়ার মতো। আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। এটা গত দেড়-দুই বছরে আমাদের কঠোর পরিশ্রমের ফল।’
এই সাফল্যে দেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে বলে মনে করেন আকবর। তিনি বলছিলেন,‘ আশা করছি এই জয় আমাদের ক্রিকেটের এগিয়ে যেতে সহায়ক হবে।’
আগামীনিউজ/রবিউল/জাকিউল