Dr. Neem on Daraz
Victory Day

পাকিস্তানি ক্রিকেটারের ১৭ মাসের জেল


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ০২:৫৩ পিএম
পাকিস্তানি ক্রিকেটারের ১৭ মাসের জেল

ফাইল ছবি

ঢাকা : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আদালত। স্থানীয় সময় শুক্রবার নাসির জামশেদ নামের এই খেলোয়াড়কে ১৭ মাসের জেল দিয়েছে ম্যানচেস্টার ক্রাউন কোর্ট।  

২০১৬ সালের বিপিএল আসরে রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। এ জন্য জুয়াড়িদের কাছ থেকে ঘুষও নিয়েছিলেন তিনি। পরের বছর পিএসএলেও পরিকল্পিতভাবে ফিক্সিং করেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। 

ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন নাসির জামশেদ। জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে ছদ্মবেশ নিয়ে এক পুলিশ কর্মকর্তা তাকে গ্রেপ্তার করেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে ইংল্যান্ডে আটক হওয়ার পর বিচার শুরু হয় জামশেদের। 

পিএসএল ও বিপিএলে ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হওয়ায় ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্রাউন কোর্ট নাসির জামশেদকে ১৭ মাস কারাদণ্ড দিয়েছে।

খেলা গড়াপেটার দায়ে একইসঙ্গে অভিযুক্ত ছিলেন আরো দুই ক্রিকেটার। তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছেন আদালত। ফিক্সিংয়ের অন্ধকার জগতের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের জেল হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন লিগে ফিক্সিংয়ের অপরাধে ২০১৮ সালে তাকে দেশের সব ধরনের ক্রিকেটে ১০ বছরনিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেটার বোর্ড (পিসিবি)। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে